Main Menu

Friday, March 29, 2019

চাইলে লেখাটা ওয়ালে রেখে দিতে পারেন,,,, "মা" মা এখনও অংক বুঝেনা। একটা রুটি চাইলে দুইটা নিয়ে আসে। স্কুল যাওয়ার সময় ও বুঝেনি। ১০টাকা চাইলে ২০টাকা দিয়ে দিত। মা ইংরেজিও বুঝেনা। কেউ যদি I hate u বলে তখনও সে I love u বলে। মা মিথ্যেবাদী । না খেয়ে বলে খেয়েছি। পেটে ক্ষুধা থাকা সত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা সন্তানের জন্য যত্ন করে তুলে রাখে। মা অনকে বোকা। সারাজীবন রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়। মা নির্লজ্জ। মা কে কতবার বলি আমার জিনিসে যেনো হাত না দেয়। তবুও মা আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজ হাতে গুছিয়ে রাখে। মার কোন সাধারণ জ্ঞানটুকুও নেই। আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। বলে এতো কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। মা যত্ন নিতে জানেনা। নিজের কোমরের ব্যাথা, পিঠের ব্যাথায় ধুকে ধুকে মারা গেলেও কখনও ঔষধের কথা বলেনা। অথচ আমাদের একটু কাশিতে তার দিনটা যেনো উলট পালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, বৈধ্য সব এক করে বসে। মা ভালো মন্দ বুঝেনা। দামী শাড়ি পরেনা, ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় দুঃখে কষ্টে জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর। নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে। সব শেষে মায়েরা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। তাই আমরা সন্তানেরা তাদের এতো কষ্ট দেই তবুও তারা পরিবর্তন হয় না। মা আর সন্তানের ভালবাসার মতো। পৃথিবীতে আর কোন ভালবাসা নাই। আসুন না আমরা মাকে ভালবাসি। কেউ যেন মা কে কষ্ট না দিই। এমন কি তারা পৃথিবীতে না থাকলেও যেন নিজের স্বার্থে কুকুরের সাথে তুলনা না করি। আর আল্লাহ্ সকল সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা বৃদ্ধি করুক,"বৃদ্ধশ্রম যেন কোন মায়ের ঠিকানা না হয়।" #রিপোস্ট

By kolpobazz

কিরে সাইকো চান কি আজ দিনে উঠছে নাকি,,,?😒 তোর দেখছি মন খারাপ, ভাবা যায়না 😱😱 কি হইছে দেখি ক? ছ্যকা খাইছি দাদা,,,😭😭 ধুরু তরে প্রেম করতেই দেখলাম না জিবনে আর কস খাইসস কিনা ছ্যকা।😒😒 হুর,, আর কইওনা একজনএর উপর ক্রাশ খাইছিলাম। ত কি হইছে?😒😒 আজ প্রপজ করতে যামু এমন সময় সে কয় আমি বিবাহিতা। 😭😭😭😭 ধুরু সালা তরে দিয়া কিচ্ছু হবেনা 👌 #এখন চিন্তা হচ্ছে,,, সত্যি ই কি আমাকে দিয়ে কিচ্ছু হবেনা।। 😩😩 #সাইকো

By kolpobazz

কিরে সাইকো চান কি আজ দিনে উঠছে নাকি,,,?😒 তোর দেখছি মন খারাপ, ভাবা যায়না 😱😱 কি হইছে দেখি ক? ছ্যকা খাইছি দাদা,,, ধুরু তরে প্রেম করতেই দেখলাম না জিবনে আর কস খাইসস কিনা ছ্যকা। হুর,, আর কইওনা একজনএর উপর ক্রাশ খাইছিলাম। ত কি হইছে? আজ প্রপজ করতে জামু

By kolpobazz

Popular Posts