Main Menu

Thursday, March 31, 2016

আচ্ছা এমন করে ভালবাসা যায়না ?

লিখাঃ আশিক রহমান

আচ্ছা এমন করে ভালবাসা যায়না ? ধরেন অফিসে বসে আছেন হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন এই শুনছ আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি ড্রয়ারটা একটু চেক করে দেখবা ?
~~
তারপর আদরের বউটা......
তারা হুড়া করে ড্রয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে l খামের ভিতর চিরকুটে লেখা "বড্ড ভালবাসি" l
~~
কিংবা হটাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন l খুব তারা হুড়া করে বললেন জরুরি একটা জিনিস ফেলে গেছি এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন পেয়ে গেছি এখন যাই ....?
~~
বিশ্বাস করেন সুখে পাগলীর দম আটকে আসবে l পেছন না ফিরেও বুঝতে পারবেন পাগলীটার দুই গালে ভালবাসার অশ্রু চিক চিক করছে l
~~
ভালবাসার মানুষকে ধরে রাখতে হীরার নেকলেস লাগেনা, লাগে একটু যত্ন .....

No comments:

Post a Comment

Popular Posts