Main Menu

Wednesday, April 10, 2019

#৩৪ কবিতা... জানো আজ মধ্যরাতে তোমাকে আমি আবারো স্বপ্নে দেখেছি। জানিনা কেনো আমি তোমাকে বার বার স্বপ্নে দেখছি? হয়তোবা তোমার কথা সারাদিন ভাবি বলে। জানিনা তুমি ঘুমের মাঝে কখন চলে আসো? তবে জানো মাঝে মাঝে বুকের মাঝে একটা স্পর্শ অনুভব করি ঠিক যেন সেই হাতের ছোঁয়া।এখন আমি জানিনা সত্যি কি আমি তোমার স্পর্শ আনুভব করেছি নাকি শুধু স্বপ্নেই দেখেছি? হয়তোবা এই স্পর্শটাই আমার কাছে তোমার ভালোবাসা।সবাই ভালোবাসতে পারেনা, আমিও পারিনা। ভালোবাসতে পারলে হয়তো আমাকে ছেড়ে চলে যেতে পারতেনা? তবে আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। জানো এটা ভাবতে খুব খারাপ লাগে তুমি আমার পাশে নেই। তবে এমন দিনে তোমার হাতে হাতটা রেখে বলতে ইচ্ছে করছে আমি তোমাকে আজও ভালোবাসি, সত্যিই ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি……… #সাইকো

By kolpobazz

No comments:

Post a Comment

Popular Posts